সিনায় হাত দিয়া কও তোমার হৃদয়ের পরিসংখ্যান, জরিপ কি?
সিএস আরএস এ এখনো তো আমি
দূর্বা ঘাস আর শিউলি ফুল সাক্ষী
প্রথম চুমাডা আমিই দিছি তোমারে
পানের বাগানে ঘুরতে গিয়া পাখি দুইটারে দ্যাইখা কি কইছিলা, মনে আছে ?
এমন সোহাগ পাইলে জীবনে ছাইড়া যাইবা না আমারে
ঝড়ের দিনে কুপি বাতির শিখার মত দশ আঙুলের খোপে লুকায় রাখবা।
মানুষ ক্যামনে পারে কইলজার ভিতর একটা ঘর তছনছ কইরা দিতে
কয়ডা কইলজা লইয়া ঘুমায় মানুষ?
চরের ডাকাইতরে দেখছিলাম অনেক বড় কইলজা
ঐ কইলজা দিয়া কাউরে ভালোবাসতে পারে নাই, এমন কি একটা পাখিও।

না হয় তুফানে ভাইঙ্গা গেল নাউয়ের গলুই, মানুষটা তো আর মরে নাই
তারে কি একবারও দেখতে মন চায়না, কথা কইতে মন চায় না
ঘুমাইতে মন চায় না একসাথে?
মন কি তোমার রইদে শুকাইতে শুকাইতে বাত্তি কড়ই কাঠ হইয়া গেছে?
নাকের সমান তুলসী গাছ হইলেও তো পারতা তুমি
নিঃশ্বাস নিয়া বাঁচায় রাখতাম হৃৎপিণ্ড
সন্ধ্যা বেলায় প্রদীপ জ্বালাইয়া দেখতাম তোমার মুখ।

তুমি তো আমারে ঘুমাইতেও দেও না
বজ্র বিদ্যুৎ হইয়া গর্জন কর আকাশে
নদীর কিনারায় নৌকার মাঝি ডাক দিয়া কয় ,কেউ কি আছো ঐ পাড়ে?
ই-শ তুমি যদি আমারে একবার অমন কইরা ডাকতা!
আফসোস! মানুষ শুধু তরমুজর সবুজটাই দেখে ভিতরে যে কইলজার মত নরম লাল তা দেখার জন্য ছুরি দিয়া বুক চিরা দেখতে হয়।
তুমিও কি সিনা ফাইড়া দেখবা আমারে,কইলজার রঙ লাল না নীল?
কাওরে বুঝার জন্য ছুরি চালাইতে হয় না
চোখ দিয়া বুইজ্জা নিতে হয়
রাইত আর দিনের ফারাক
রক্ত আর রঙের তফাৎ।

রক্ত যদি যৌবনে টগবগ না করে তয় তোমারে সিনায় কাঁপাইয়া লাভ কি?
বন্দুকের গুলি যদি শত্রুর পাঁজর ঝাঁঝরা না করে তয় যুদ্ধে যাইয়া লাভ নাই ? এর চেয়ে তোমায়নিয়ে সহমরণ ভাল
হয় চিতায় নয় রেল লাইনের চাকায়।

গতরের গন্ধ কি মইরা গ্যাছে? ঘামলে কি আমার কথা মনে পরে না?
এমন গন্ধ আর কোন পুরুষ মাইনষের শরীলে পাইবা না। সৃষ্টিকর্তা মানুষ যেমন বানাইছে আলাদা, তার গন্ধও বানাইছে আলাদা আলাদা। আতরের ডোবায় চুবাইলেও সেই গন্ধ মরবো না।

তোমারে ছাড়া আমি কিন্তু ঠিকই মরুম
ঈশ্বর মারার জন্যই মানুষ,জীব জগৎ বানাইছে
বাইচচা গেলে তো আর স্বর্গ নরক থাকে না,শ্রাদ্ধ পিন্ডি চিতায় উঠে
ধর্ম ব্যবসা কর্পূরের মত হারিয়ে যাবে সমাজ হতে
কার্তিকের উঠোনে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে কেউ বসে থাকবে না দেবতার খোঁজে।

তোমারে বুঝাইতে বুঝাইতে আমার আবেগ বিবেক ভুতা হয়ে গেছে
সংসারে এত কাজ কাম থাকে শরীল আর কুলায় না।
এত কাল পরেও তোমাকে ভুলতে পারি না
তুমি ভুলার মত মানুষই না
ভুল মানুষকে ভুলে থাকা যায়
কিন্তু মনের মানুষকে না। তুমি আমার মনের মানুষ যার সাক্ষী আমার প্রথম চুম্বন।