ফুটলে ফুল গাছ সুন্দর হয় জানি
তোমার পাশে আমাকেই মানায় বেশী
ঘুমের ঘোরে তোমার কথাই বলি
শুধু মনে রেখো প্রিয়তমা তুমি
তোমার জন্য অশ্রু ফেলতেও জানি।

দাঁতের কাছে হজম হয় সবই
অস্ত্র গোলাপ বোমা বারুদ রুবি
ক্ষমার পাশে ঘৃণাও রাখি বেশী
শুধু মনে রেখো প্রিয়তমা তুমি
দেশের জন্য অস্ত্র ধরতেও জানি।

কাঁপছে বুক ভয়ে নয় লাজে
তোমার নিঃশ্বাস আমার ঠোঁটে লাগে
বুকের খাঁচায় জড়িয়ে তোমার রাখি
শুধু মনে রেখো প্রিয়তমা তুমি
বুলেট বুকে আমিও নিতে জানি।

তোমার নাম ছাড়া জানি না
শুদ্ধ কিছুই লিখতে আজ যে
চিঠির খাম হারিয়েছে ডাকবক্সের ঠিকানা
শুধু মনে রেখো প্রিয়তমা তুমি
আঙুল হতে হারিয়ে তুমি যাওনি।

অস্বীকার করি না নারীর শরীর
দাঁড়িয়ে থাকে হৃদয়ের খুব কাছে 
বৃষ্টির উচ্ছ্বাস ছুঁয়ে যায় নগরী
শুধু মনে রেখো প্রিয়তমা তুমি
শীতের রাতে জলে নামতেও জানি।

ভাঙছে মূর্তি প্রতিমা দেবালয় মন্দিরে
রক্তের দাগ হিন্দুর বাড়ি ঘরে
নির্ঘুম রাত পাহারা দিচ্ছি আমি
শুধু মনে রেখো প্রিয়তমা তুমি
শত্রুর কাছে নত নই আমি ।

আঘাত নির্যাতন, বিচার চাই, দাবি
দেশের মানচিত্র ছিঁড়ে ছিঁড়ে খাবি
রক্ত রক্ত রক্তে আগুন লাগে
শুধু মনে রেখো প্রিয়তমা তুমি
দেশের জন্য জীবন দিতেও রাজি।