যে চোখ সবুজের দিকে
সোনালী জলে খুঁজিনা তার ছবি
বারবার মাতাল হই গ্রামের দৃশ্যপটে
দুর ছাই, চল দুজনে হয়ে যাই কবি!
শাপলা খাই গলায় পরি গুঁজে দিই
তোর খোঁপায়
ধানক্ষেতের ঐ ঝিলের ধারে
ধরি সূর্যের দু'পায়
অমন করে পদ্মপাতায় দেখচ্ছিস কি ব্যাঙ?
লাফ দিস না গোলা জলে ঝিনুক লেগে
কেটে যাবে ঠ্যাং
চল যাই আমার অচিন বিলে
নাম না জানা অনেক পাখি মাছ ধরে খায় জলে
জোনাকির ঝাঁক দেখাবো তোকে একটু সন্ধ্যা হলে
আমার জন্য পড়লি বুঝি নাকে নাকছাবি
দুর ছাই, চল দুজনে হয়ে যাই কবি!
আমার ছিলো লোভ দেখানো তোর পিছু পিছু
তুই ছিলি ভীষণ চালাক এড়িয়ে যেতি সবকিছু
আমার এখন জোনাকি নাই মস্তবিল শাপলা
তোর বাড়িতে সূর্য উঠে আমার উঠোন একলা
যাবি যখন শার্টের বোতাম খোলে দিলি কেন
সারাটাজীবন আমার নিঃশ্বাসে বাঁচবে তোর দেহ
আমার চেয়ে ভালো তোকে বাসেনি আর কেহ
পালিয়ে যাচ্ছি শহর ছেড়ে দুঃখ পাসনি যেন।
কবিতা : শার্টের বোতাম
লেখক : অপূর্ব দাস