শাড়িতে যে সুন্দর,কাম প্রেম আবেগ থাকে
অনুভূতিতে নাড়া দেয় বারবার,নীরব, কোমল
খসে পড়ে প্রেমের পালক খরা বুক হতে
নয়নে শোভা পায় কুপির কাজল
তুমি আসার সময় কে যেন বলে গেল
অলকানন্দা ফোটার সময় এখন।
তুমি শাড়ি পড়ে ঘুরে দাঁড়ালে শহরের মুড়ে
সব ফুল বিক্রি হয়ে যায় তখন
কবিতার বই নিয়ে প্রেমিকের দল
তোমাকে শোনাতে চায় প্রেমের গজল।
জোস্নার শোভা শুয়ে থাকে শাড়িতে
তোমার দেহের পরতে পরতে
লাজুক কথায় হাসে কৃষ্ণকলি নয়ন
আজও শাড়িতে নারী কাড়ে পুরুষের মন
নগরে আসে নতুন বৈশাখ ফাগুন বসন্ত
দ্রৌপদীরও বুঝেনি সেদিন কেউ
অফুরন্ত শাড়ির রহস্য।
কর্য করে এনে চাঁদের ঐ মাধুর্য
ভরবে না আমার মন হৃদয় চিত্ত
যদি সারাঅঙ্গে মেখে রাখো শাড়ির সৌন্দর্য
তবে তোমার জন্য থামিয়ে দেবো আমি বিরহ,বিদ্রোহ
নারী, তুমি শাড়ি পড়ো আজ হতে
শুধু আমার জন্য, শুধু আমার জন্য।