(পৃথিবীর সকল জীবিত ও মৃত মায়েদের প্রতি আমার গভীর শ্রদ্ধাঞ্জলি। ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা, সুস্থ থাকুক, আনন্দে থাকুক। )


ভাগ্য লাগে জন্ম নিতে মায়ের গর্ভে মানব সন্তানে
সন্তান জন্মে হাজার হাজার মানুষ হয় কজনে?
ভবে মায়ের মত কয়জন আছে
নিজের খাদ্য শ্বাসে সন্তান বাঁচাইয়া রাখে।

এক মায়ের সন্তান আছে তিন চারজন
তবু তাঁর মা থাকে কেন বৃদ্ধাশ্রম?
সন্তান যখন বাবা হবে বুঝবে মায়ের বেদন
তাঁর আগে মা মারা যাবে হারাইবে তাঁর দম
মায়ের প্ৰিয় সন্তান তোমরা কি করবা তখন?
পাইবে কি আর কিনতে হাটে মায়ের মধুর ডাক,
কর যদি সাগরসম দুই চোখে ক্রন্দন?

কাজল দিলে চোখ হয় সুন্দর মানুষের মন সুন্দর হয় কিসে?
জগৎ ঘুরে দেখলাম আমি মায়ের তুল্য নাইকো কোন দেশে
যে বুঝে না সেই অভাগা  মা যে কি ধন
জীবন বাজি রাইখা কইরো সবে মায়ের সেবা যতন।

এক শহরে ভাই বোন দুটি নেইতো মতের মিল
পরের ঘরে মাকে রেখে তারা দরজায় দেয় খিল
আদাব সালাম কতই পাবি,পাবি দামি বাড়ি ঘর
মায়ের কবর দিবি যখন লাগবে শুধু সাদা দুই টুকরা কাপড়।

মা দেয় না অভিশাপ কবু সন্তান কষ্ট পাবে
ঘরের নারী মারলে মারে মা কয় না অন্যেরে
মা ভাবে হয়ে দুখি
কিসের দরকার ভেঙে সংসার সন্তান হোক সুখি
আমার বয়স হইছে এখন কদিন পরে যাবো খাটে চড়ি।

সব সন্তানই পায়না মায়ের সেবা যত্ন করিতে
মায়ের সেবা করতে কিছু মানুষের ভাগ্যও লাগে
মায়ের আশীর্বাদে যে সন্তান থাকে
তার মত কেউ সুখি নেই, জগৎ এক পাশে।