পড়ে নে পড়ে নে শ্যামা নর মুন্ডমালা
লোকে তোকে বলছে আজও উলঙ্গ ল্যাংটা
জানি মা তুই জানি ছিলি  রণরঙ্গিনী
অর্ধ অঙ্গ শিবের আকার অর্ধ অঙ্গ নারী।
জবা বলে মা মা বলে ধুয়ে দে কালীর চরণখানা।
পড়ে নে পড়ে নে শ্যামা নর মুন্ডমালা
লোকে তোকে বলছে আজও উলঙ্গ ল্যাংটা।

আকাশ পাতাল কাঁপছে ভয়ে শুনে  বজ্র চিৎকার
রঙ্গ করে হাস মা আবার দিয়ে হুংকার    
সবাই বলুক তোকে ল্যাংটা আমি বলি মা তারা
জানি মা তুই জানি ছিলি  রণরঙ্গিনী
অর্ধ অঙ্গ শিবের আকার অর্ধ অঙ্গ নারী।

শত্রু যদি হয় মা অসুর ছাড় দিবি না আর
ছিন্ন করবি খড়্গ দিয়ে তার মাথাসুদ্ধ ঘাড়
এখনো মরেনি অসুর ভরে আছে ধরত্রী
জানি মা তুই জানি ছিলি রণরঙ্গিনী
অর্ধ অঙ্গ শিবের আকার অর্ধ অঙ্গ নারী।

কাঁপছে রণে চন্দ্র সূর্য আঁধার রাত্রি ভোর
মুখের ভঙ্গি দেখে শ্যামা অসুর দিল ল্যাংটা দৌড়
মহাকালী রূপ মা ছেড়ে এবার হ তুই পার্বতী
জানি মা তুই জানি ছিলি  রণরঙ্গিনী
অর্ধ অঙ্গ শিবের আকার অর্ধ অঙ্গ নারী।


পড়ে নে পড়ে নে শ্যামা নর মুন্ডমালা
লোকে তোকে বলছে আজও উলঙ্গ ল্যাংটা
জানি মা তুই জানি ছিলি রণরঙ্গিনী
অর্ধ অঙ্গ শিবের আকার অর্ধ অঙ্গ নারী।