রঙিন দিনের সেই রঙিন স্বপ্ন
আবির মাখা সেই দিনের কথা
মনে পরে যায় তুলসী বেধিতে
মায়ের আঁকা আবির আল্পনা।
হারিয়ে গেল সেই দোল পূর্ণিমা, হায়!
মনে পরে সেই দিদির কথা পুনরায়
কত রঙ খেলেছি গ্রামের পথে ভাই
দিদি আর বলে না,চল রঙ দিতে যাই।
দোল আসে দোল যায় দিদি আসে না
রঙিন রঙ করে হোলিকা দহন
মনের দুঃখ সব আবিরে ডাকি
কেউ মুখে রঙ দিয়ে বলে না, আজ হোলি।