চন্দ্রের পেটে লেগেছে দুর্ভিক্ষ
গিলে খেতে চায় আস্ত সূর্য
স্যাঁতসেঁতে স্বপ্নে ভাসছে দানবের মাথা
ফাঁসির কাষ্ঠে দাঁড়িয়ে আছে নির্লজ্জ বিধাতা!

অপুষ্টি কলেরায় ভোগছে ধর্ম
নৈবদ্যে নেই কোনো কৃপণতা
মানুষের মাথা খাচ্ছে অন্ধকারে
শিয়াল কুকুরের বাচ্চা।

পিতৃভূমিতে অসুরের জিহ্বাগুলো
নগ্ন নৃত্যে মগ্ন
রক্তের পিপাসায় মানুষের অধিকার
ছিনিয়ে নিতে তারা মত্ত।

মথিত ঘাসের মত পদযুগলের নিচে
অস্তিত্ব সংকটাপন্ন
চাইনা বাড়িয়ে দাও ভিক্ষার দুহাত
নিজের কর্মে গুনে খেতে চাই জল অন্ন।

আজও আমার ওপর নৃত্য করে 
জনশূন্য সমুদ্রের গর্জন
দুমড়ে-মুচড়ে নিষ্পেষিত করে স্বর্গের দরোজা
ঢাক ঢোলকের শব্দে নেচে উঠে ধুনচি
ছন্দমুখর মুদ্রায়
জেগে আছি কত রাত
শিকারী পাগলের খোঁজে
প্রতিটি কাগজে বাদ পরে দুর্গার মৃত্যুসংবাদ।