প্রেমসুধা পান করেছি আমায় একটু ঝাড়ো গো
বিষের ব্যথায় অঙ্গ জরজর
ওঝার শিঙ্গা তাবিজ ফুঁয়ে গায়ের ব্যথা নামে না গো
আগুন জ্বলে হৃদয় পুড়ে বুকের ব্যথা কমে না গো
বিষের ব্যথায় অঙ্গ জরজর।

কবিরাজ কয় মনে ব্যথা
পারবে না কেউ বৈদ্য ওঝা
বাইট্টা খাইলেও সাপের মাথা
তাতে বিষ নামবে না গো
বিষের ব্যথায় অঙ্গ জরজর।

কোন সাপ কাটিল তারে
বাহির না ভিতর জ্বলে
দাঁতের আগায় বিষ ছিলো না
প্রেম নাগে কামড়াইছে অন্তর
বিষের ব্যথায় অঙ্গ জরজর।

জল কালা হয় অন্যের দোষে
শইল কালা হয় মনে
প্রেমের মানুষ মলিন হলেও
আদর সোহাগ মেলে
অপূর্ব কয় সঠিক মানুষ পাওয়া বড় দুষ্কর
বিষের ব্যথায় অঙ্গ জরজর।