ক.

শুদ্ধ অক্ষর দিয়া জ্ঞানবাতি জ্বালাই

অশুদ্ধ অক্ষর দিয়া প্রেম ভালোবাসা চালাই।

খ.

হৃদয়টারে ছান্ধিয়া

ইট পাথরে বান্ধিয়া

নাগর তোমায় রাখলাম আমার মনে

না বুঝিয়া প্রেমের ভাও

তোমার সঙ্গে ভাসাইলাম নাও

কুল যেন পাই অথৈই জলের চরে।

গ.

মনে আছো মনের মানুষ

তোমার মনে ক্ষনেক্ষনে

ভাসিয়া বেড়াই

সুখ দিও আধাআধি

প্রেম দিও তোমার সবটাই।

ঘ.

তুমি আছো বুকের ছাঁচে

তোমায় একটু দেখলেও প্রাণ বাঁচে

তাইতো তোমায় রাখি আমার হৃদয় ধারে

যেন অন্য কারো নজর না পড়ে।

ঙ.

প্রেম দিও পুরোপুরি

মনে বইবার দিও ঠাঁই

আমরণ পাশেপাশে ভালোবাসা চাই

কভু যেন তোমায় নসিবে না হারাই।



কবিতা : প্রেম প্রহরে রাত্রি পোহাই

লেখক : অপূর্ব দাস