ফাগুনে আগুন লেগেছে মনে
পলাশের গন্ধে মৌ মৌ
তুমি আমি প্রেমে পড়েছি
কোকিলের গান শুনছে কেউ
আহা আহা আহা আহা আহা আহা রে
বসন্ত এসে গেছে।
আমার সকাল তোমার বিকাল
সবখানেই বসন্ত
মনের কোনে প্রেম রেখেছি
পলাশ ফুলই জানতো।
তোমায় আমি ভালোবাসি মন করি না দুই
আমার হাতে পলাশ ফুল তোমার হাতে ছুঁই
একুশ আমার পেরিয়ে গেছে একান্নতে আমি
পলাশ ফুলের গন্ধ আজো একটুও বদলায়নি
আহা আহা আহা আহা আহা আহা রে
বসন্ত এসে গেছে।
তোমার তখন প্রেমের বয়স আমি সবে কবি
পলাশ ফুলের কাছে গিয়ে তোমার কথা বলি
তোমার প্ৰিয় হলুদ পলাশ
আমার লাল, লালচে কমলা
তুমি পলাশ ফুল হলে আবার
আমি হবো ফাগুনের হাওয়া।
আহা আহা আহা আহা আহা আহা রে
বসন্ত এসে গেছে।
এক জীবনে শেষ হলো আর ক'টা বসন্ত
পরের জন্মে আমি কোকিল তুমি পলাশ ফুল, ফুলেরই গন্ধ।
আহা আহা আহা আহা আহা আহা রে
বসন্ত এসে গেছে।