আমি চলে যাচ্ছি ফেলে যাচ্ছি এ দেহ
আমার মৃত্যু সংবাদ তার কাছে কেউ দিও
সে যদি না আসে আমার মৃত্যু সংবাদে
একটা ফুল গাছ লাগিয়ো কেউ
আমার বুকের বাপাশে
যে ফুলটা ফুটবে বেশি হৃদয়ের মত লাল
সে যেন বুঝতে পারে দেখে
আমার মনের হাজারটা সকাল
বর্ষা যখন ভিজিয়ে দেবে ভোরের
সূর্য দেবে আলো
সে তখন বুঝে নেবে ময়ূরাক্ষী মনে
পবিত্র এ শরীর দিয়ে স্পর্শ করিনি তারে
নদীর জ্বালা নদী বুঝে না থাকিলে জল
হাত ছাড়া কি মানুষ বুঝে দেহে কি পরিমান বল
মেঘের কাছে জমা আছে আমার অশ্রুজল
সে যেন বুঝে নেয় কবরে বিছিয়ে আঁচল
কোন পানিতে হয়েছে আমার পবিত্র গোসল
সেদিন সে কাঁদবে মনে মনে
চোখের কোনে জমবে কিছু জল
আমার বুকের গাছ হতে উড়ে আসবে চড়ুই পাখিরদল
বলবে তাকে " সে ছিল শুধু তোমার জন্যই পাগল।
কবিতা : পবিত্র গোসল
লেখক : অপূর্ব দাস