পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমং তপ/
পিতোরি প্রিতিমাপন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা।
                                        ---সংগ্রহিত

বাবা তুমি আমার চোখের স্বপ্ন প্রথম দূরবীন
সহজ করেছো জীবন আমার পৃথিবীটা প্রতিদিন
বুকে রেখেছো ভালোবাসা বোকা করে রাতদিন
আমার জন্য মুখের হাসিটা করেছো তুমি ঋণ
কাঁদতে দেখিনি কখনো তোমায় বৃষ্টি দেখেছি যত
মায়ের চেয়ে তোমার মুখ দেখিনি আমি তত
তবু কেন আমি ভালোবাসি বাবা তোমাকেই বেশি
আমার বয়স বাড়ে না আজো রয়ে গেছি শিশুটি
বাবা তুমি বুকের ভেতর আমার একফালি জমি
আমিও পারিনা তোমার মতো বলতে ভালোবাসি
তোমার স্বপ্ন তোমার স্মৃতি আগাগোড়াই আমি
তোমাকে ছাড়া বুঝিনা আমি ভগবান হোক দামী
বাবা তোমার জন্য একলা প্রহরে একলা রাত্রি জাগি
স্মৃতিগুলোসব ভেসেউঠে মনে দেখতে পায় না আঁখি
মন জানে আর আমি জানি কেন আমি কাঁদি
তুমি হারিয়ে যাওয়া মানেই একলা একা আমি
আমাকে প্রবোধ সান্ত্বনা দেবে তোমার মত কে
যেদিন আমার ঘরে তোমার মত বাবা জন্ম নেবে
সেও একদিন আমার মত খুঁজবে আমাকে
বাবা হ'য়ে জন্ম দিবে আরেক বাবাকে
বাবা বাবা খেলা চলবে পৃথিবীতে নিরন্তর
বুঝবে সে হারিয়েছে যে বাবার ভালোবাসা আদর।

কবিতা : বাবা
লেখক : অপূর্ব দাস