ফাও তোমাকে দেই একটা পরামর্শ
কারো টাকা ধার নিলে কখনো দেবে না,
এটাই প্রথম শর্ত!

গর্তে পরে গেলেও সে ট্রেন ঝিকঝিক
তোমার বাপের টাকা মনে করে রেখো দিও ঠিক!

টাকাটা কার ছিল ওটা বড় নয়
ধান্দাবাজ বলে দিবে নিজের পরিচয়।

পরেরটা মেরে দিয়ে বউকে দেবে শাড়ি
করুক লোকে তোমার নিন্দা ফুর্তি ইয়ার্কি।

আবেক নিয়া খেলবা তুমি
বিবেক, লজ্জা দিবা বলি
পরের ধনে পুদ্দারী করবা
দেখাইবা তুমি খুব অভাবি।

মান যদি আমার কথা
করোনা ব্যবসা বাণিজ্য
ঘি দিয়া ভাত খাইবা
নিত্য কর টাকা ধার কর্য।