তুমি আমি নির্জনে বসেছিলাম প্রেমমান
মেঘে ঢেকে ছিল রোদেলা নীল আসমান
তুমি চলে গেলে আমার জানেমান
ফাঁকি দিয়েছে আমায় ভগবান!

প্রেমে ছিল নতুন টান নদীতে নতুন বান
হৃদয় ভরা ছিল প্রেমের কাব্য গান
থাকলো না আর আমার মান সম্মান
ফাঁকি দিয়েছো তুমি আমায় ভগবান

যুবকের মন তুমি ভেঙে করলে ফান ফান
প্রেমের কারনে আজ মন আনচান
চলে গেলো আকাশের মেঘ বলবান
যুবকের যুবা মনে বিধিলো বিষ বাণ
তুমি ফাঁকি দিয়েছো আমায় ভগবান।

কবিতা : ফাঁকি দিয়েছে আমায় ভগবান
লেখক : অপূর্ব দাস