আমার মা করেছে, তাঁর মা করেছে
আমিও করেছি মহা শিবরাত্রি ব্রত
আর ঘুমিয়ে থাকিস না মা, এবার উঠ
তুইও পাবি সুন্দর স্বামী তোর দিদিবৌদির মত।
শিব লিঙ্গ হচ্ছে শিবের সত্ত্বা
শিবে সেবা করলে হবি প্রতিব্রতা
লেখাপড়া জানিনা বলেই তো ডাকছি মা তোকে
একশো আটটা শিবের নাম বলে যা আমাকে।
আয় মা আয়, জল দিবি শিবের মাথায়
ওঁম নমঃ শিবায়,ওঁম নমঃ শিবায়।
শিব শম্ভু মহেশ্বর
পিনাকি বামদেব শশীশেখর
বিরূপাক্ষ কপর্দী নীললোহিত শংকর
শিপিবিষ্ট বিষ্ণুবল্লভ শূলপাণি
অম্বিকানাথ শ্রীকণ্ঠ খটবাঙ্গি
ভক্তবৎসল ত্রিলোকেশ শর্ব কপালী
শিতিকণ্ঠ ভব কামারী
শিবাপ্রিয় সুরসুদন কবচী
গঙ্গাধর ললাটাক্ষ মহাকাল কৃপানিধি
ভীম পরশুহস্ত মৃগপাণি
জটাধর কঠোর কৈলাসবাসী
উগ্র ত্রিপুরান্তক অনীশ্বর স্বরময়ী
বৃষাঙ্ক বৃষভারূঢ় ত্রয়ীমূর্তি
ভস্মোদ্ধুলিতবিগ্রহ সামপ্রিয় সোম
ভর্গ সোমসূর্যাগ্নিলোচন যজ্ঞময় হবি
প্রমথাধিপ সর্বজ্ঞ পরমাত্মা
গিরিধন্বা গিরিপ্রিয় কৃত্তিবাসা
ভগবান মৃত্যুঞ্জয় কৃত্তিবাসা পুরারাতি
পঞ্চবক্ত্র সদাশিব বিশ্বেশ্বর
দুর্ধর্ষ গিরীশ ভুজঙ্গভূষণ
বীরভদ্র গণনাথ হিরণ্যরেতা প্রজাপতি
গিরীশ্বর অনঘ জগদ্ব্যাপী
সূক্ষ্মতনু জগদ্গুরু ব্যোমকেশ
দিগম্বর চারুবিক্রম রুদ্র অষ্টমূর্তি
ভূতপতি স্থাণু অহির্বুধ্ন্য
মহাসেনজনক অনেকাত্মা সাত্বিক
শুদ্ধবিগ্রহ শাশ্বত খণ্ডপরশু পশুপতি
অজ পাশবিমোচন মৃড
দেব মহাদেব অব্যয়
পূষদন্তভিৎ অব্যগ্র দক্ষাধ্বরহর হরি
ভগনেত্রভিদ্ অব্যক্ত তারক হর
সহস্রাক্ষ অপবর্গপ্রদ অনন্ত পরমেশ্বর।