আমি তোমার ভক্ত বাবা তুমি পরম পিতা
দুঃখ হর পাপ হর কর আমায় কৃপা
তোমার তরে আমার জীবন হাতে আয়ুরেখা
ওঁম নমো শিবায় বাবা ওঁম নমো শিবায়
ওঁম নমো শিবায় বাবা ওঁম নমো শিবায়
জয় জয় শংকর ভোলেনাথ
জয় জয় শংকর বাবা
ওঁম নমো শিবায় বাবা ওঁম নমো শিবায়
ওঁম নমো শিবায় বাবা ওঁম নমো শিবায়
ওঁ---ম নমো শিবায় ওঁ--ম নমো শিবায়
বাজে ডম ডম ডমরু
নাচে শিব গৌরী তরু
বাজা শিঙ্গা বাজা ঢোল
হর হর মহাদেব বোল
হর হর মহাদেব বোল
হর হর মহাদেব বোল।
আমি তোমার ভক্ত বাবা তুমি পরম পিতা
দুঃখ হর পাপ হর কর আমায় কৃপা
তোমার তরে আমার জীবন হাতে আয়ুরেখা
ওঁম নমো শিবায় বাবা ওঁম নমো শিবায়
ওঁম নমো শিবায় বাবা ওঁম নমো শিবায় ।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ বলি
কার্তিক গণেশ লক্ষ্মী মাতা সরস্বতী
পিতা তুমি গৌরী মাতা নিবাস কৈলাসবাসী
সর্বজ্ঞ পরমাত্মা শিব পার্বতী
বলে ভক্ত নন্দী, নন্দী -নন্দী -নন্দী।
শিবই শক্তি শিবই মুক্তি শিব নামেই কাটে ভয়
পৃথিবী মহাকাল সবই তোমাতে রয়
তুমি বাবা অনন্ত ভগবান মৃত্যুঞ্জয়।
বাজে ডম ডম ডমরু
নাচে শিব গৌরী তরু
বাজা শিঙ্গা বাজা ঢোল
হর হর মহাদেব বোল
হর হর মহাদেব বোল
হর হর মহাদেব বোল।
দেব দেব মহাদেব জটাধর ভূতপতি
ব্যোম ব্যোম বলে নাচে মনিঋষি যোগী
মন বলে শিবশিব দেহ বলে ওঁমওঁম
কত নামে ডাকি তোমায় শিব শম্ভু শংকর
শংকর শংকর শংকর
বাজে ডম ডম ডমরু
নাচে শিব গৌরী তরু
বাজা শিঙ্গা বাজা ঢোল
হর হর মহাদেব বোল
হর হর মহাদেব বোল
হর হর মহাদেব বোল।
আমি তোমার ভক্ত বাবা তুমি পরম পিতা
দুঃখ হর পাপ হর কর আমায় কৃপা
তোমার তরে আমার জীবন হাতে আয়ুরেখা
ওঁম নমো শিবায় বাবা ওঁম নমো শিবায়
ওঁম নমো শিবায় বাবা ওঁম নমো শিবায়।