আঠারো বছরের দিকে তাকালাম
বড়ো বেশী অহংকার
চল্লিশ বছর পর আবার তাকালাম
মুখে ভাঁজ বড়ো অন্ধকার
স্বপ্নের দিকে তাকালাম বড়ো বেশী অভাব, হাহাকার
বুকের দিকে তাকালাম মানুষের ভিড়, জল সংসার
ফসলের দিকে তাকালাম স্বজনের বুকে ছুরি,
জন্ম নিলো কাছাকাছি সন্ধ্যা ভোর আঁধার
বেদনার দিকে তাকালাম সমস্ত নদীর জল
নীরোদ নয়নে পাচ্ছে শোভা
অনাবৃত নারীর দিকে তাকালাম চাঁদ আর মাছ
সোনালী রূপালী আলোর খুলছে ভাঁজ
সন্তানের দিকে তাকালাম বুকের মৃত্তিকায়
সবুজ শস্য অপরূপ ঘ্রাণ
প্রেমিকার দিকে তাকালাম বৃষ্টি অবিরল, স্মৃতিসত্তার পদাবলী, ফাগুনের ঊরুতে সুগন্ধির সন্ধান
মৃত্যুর দিকে তাকালাম নিঃশব্দ আঁধার, বিগত ধূসর যৌবন, গয়া গঙ্গায় স্নান
জন্মের দিকে তাকালাম কতগুলো জন্মান্ধ কবিতা মাতৃগর্ভে ফিরে যাচ্ছে মানুষ জন্ম নিতে।

কবিতা : নিঃশব্দ দৃষ্টিতে অপূর্ব আভা
লেখক : অপূর্ব দাস