নিশাচর পাখিগণ
মনে রাখিয়ো
আমিও ছিলাম
একজন।
নিশি কেটে ভোর হলে
নিয়ন আলো
শোভা হয়ে দাঁড়াবে
দুয়ারে ধূলো।
বৃক্ষের ঝরে গেলে পাতা
সেও জানে আসবে কলি
বন্ধু হয়েছিস বলেই তো
তোর নাম ধরে ডাকি।
দূরে থাকা সূর্য সেও আসে
আলো হয়ে, ছড়ায় রৌদ্র
নিশ্ছিদ্র বেহুঁলার বাসরেও
সাপ ঢুকেছিল ধ্রুব সত্য।
জমে থাকা ঘামের নদী
জল হয়ে গড়াবে পথে
মেনে নিও নিয়তির খেলা
হইতো আবার দেখা হবে।