ছুঁতে পারি তোমার শরীর, ছুঁয়েছিও বহুবার
হৃদয়ে রেখেছি ভালোবাসা, সবই নিরাকার।
ভালোবাসা শুধুই কি দেহদান
নাকি ছুঁয়ে দিলেই গলে যায় শরীর?
বেশ্যাও তো ছুঁতে দেয় ধরতে দেয় তার দেহ অবয়ব
নির্বোধ প্রেমিক ভাবে ভালোবাসা বুঝি শরীরই সব।
উলঙ্গ কাব্যের ভূষণ তুমি অসংখ্য কাব্যের বারান্দা
নির্লিপ্ত ঠোঁটে দীর্ঘ চুম্বন হৃদয়ের ঠান্ডা রোদ্দুর, তন্দ্রা।
ছুঁয়ে ছুঁয়ে বিশ্বাস দিতে হয় শরীর পার
ভালোবাসা আজন্ম নিরাকার, নির্বোধ প্রেমিক ভাবে হৃদয় আকার।