মৃত্যু তুমি গর্ভবতী হও আমার নারীর মত
দশ মাস দশ দিন ধারন কর আমাকে পৃথিবীতে
আমি আরো কিছুকাল নক্ষত্র দেখতে চাই
মাটি ও ঘাসের গন্ধ পেতে চাই
যেতে চাইনা এখনি সব কিছু ছেড়ে
আমি আরো কিছুদিন হেসে যেতে চাই
ভুলে সকল দুঃস্বপন।
আমি আরেকবার হাঁটতে চাই প্রান্তের রোদ্দুরে
আরেকবার নদীর জলে ডুব দিয়ে করতে চাই স্নান
দেখে যেতে চাই পাখিদের ঘরে ফেরা
শুনে যেতে চাই ভোররাত্রে দাঁড়কাকের ডানার শব্দ
আমি লিখে যেতে চাই আরেকটি কবিতা
ক্ষণিক আয়ুতে মোরে বাঁচাও হে মৃত্যুদাতা
আমি যেতে চাই না এখনই ক্ষুধার্ত আগুনের মুখে
আমি আরো কিছুদিন সন্তানের মুখটি
হাতে তুলে করতে চাই আদর।
কবিতা : মৃত্যু তুমি গর্ভবতী হও
লেখক : অপূর্ব দাস