ময়না রে ময়না রে তুই আমার সাথে চল
সাগর থেকে এনে দেবো চোখের নোনা জল
কাঁদতে নাকি জানিস না তুই সব কেঁদেছি আমি
তোর চোখের মধ্যে আমি বৃষ্টি হয়ে নামি
ময়না রে ময়না রে তুই আমার সাথে চল
সাগর থেকে এনে দেবো আমার চোখের জল।
কয়েক ফোটা জল চেয়েছিস সাগর দিয়েছি
দুঃখ মাপার মানুষ আমি তোর কাছে আসি
ওখানে এখনো রোদ আকাশে দেয় উঁকি
হৃদয় খুঁড়ে দেখ আমি তোর মনের মধ্যে থাকি
ময়না রে ময়না রে তুই আমার সাথে চল
সাগর থেকে এনে দেবো আমার চোখের জল।
শিশির ভেজা ভোর সকালে ঝরা পাতার ঘ্রাণ
পাখিদের ঘুম ভাঙে, ভাঙে না তোর মান
জমতে জমতে মনের ব্যাথা হয়েছে দ্বিগুন
চল আগুন জ্বেলে তাপ পোহাই বুকে দেই উম
ময়না রে ময়না রে তুই আমার সাথে চল
সাগর থেকে এনে দেবো আমার চোখের জল।
ভোরের আলো নরম হলো শীতের সকালে
তোর মনে আমার কথা পড়ে বেড়াজালে
রৌদ্রস্নানে ডুবি আমি রৌদ্রে পথ হাঁটি
চল দুজনে রৌদ্র পোহাই ছুঁই খালিপায় মাটি
ময়না রে ময়না রে তুই আমার সাথে চল
সাগর থেকে এনে দেবো আমার চোখের জল।