মনে পড়ে বারেবারে ভুলি কি করে
হৃদয়েতে বসাইয়া ভালো বাসিতাম তোরে
বুক থেকে সিনা যেন সরে গেছে দূরে
বাঁচিয়ে রাখিতে আমি পারলাম না তোরে
মন পোড়ে, মন পোড়ে প্রাণের বন্ধুরে
তোকে ছাড়া বাঁচি আমি কেমন করে।
দগ্ধ হতে হতে পুড়লো কপাল শত চেষ্টা হলো ব্যর্থ
অপবাদ কলঙ্ক মেখেছি গায়ে খুঁজিনি নিজের কোনো স্বার্থ
নেশার ঘোরে রাত্রি গুনছে প্রহর বেদনায় মন থাকে ভরে।
দেহ মনে কিছু নেই ধ্বংস নড়বড়ে
শোক জেনো গেঁথে গেছে বুকের পাঁজরে
হৃদয়ের আয়ুরেখা ছাড়িয়েছে সীমানা
বুঝে গেছি এ জীবনে তোমাকে আর পাবো না
অভিমান করে বুঝি মানুষ বড় হলে পরে।
কিছু কথা থেকে গেলো নীরবে গোপনে
আমি শুধু ভেবে যাই বিরস বদনে
মরণেও পাশে ছিলাম তোমার দখলে
কতটুকু ভালোবাসি তোমায় ঈশ্বর জানে