ও )একটা মনের মানুষ পাইলে কাছে রাখতাম তারে বুকে
ঘর বানাইয়া  থাকতাম দুজন পালঙ্কেতে শুয়ে (২)
বন্ধু রে.. প্রাণবন্ধু রে... কবে যাবে আমারে নিয়ে।

ও ) ঘুমিয়ে যেতাম আঁচল পেতে রঙিন ফুলের ঘ্রাণে
শিথান দিয়া থাকতাম আমি তোমারও পরানে (২)
শীতের কাঁথা হইতাম তোমার বুকেরও পাঁজরে।

ও ) ডুবে ডুবে মরি আমি জলের পিপাসায়
বন্ধু এসে আমার পাশে বিছানায় ঘুমায় (২)
লাজে মরি, কি যে করি,উঠি কেঁপে কেঁপে।

ও) এক বিছানায় ঘুমাই দুজন এক বালিশে মাথা
মনের ভিতর গল্প করে প্রেমের কবিতা। (২)
দরজা খুলে চমকে উঠি তুমি বাহিরে।