যতোটা আশ্চর্য সুন্দর তুমি
তার চেয়ে বেশি তোমার মনের
পাঠোদ্ধার
আমি বারশত বই পড়ে
বুঝিনি ভাষা তার।


কবিতা : মনের ভাষা
লেখক : অপূর্ব দাস