বুকের বৃন্দাবনে রাখবো তোমায় সই
নয়নের নির্জন নীড়ে
প্রবল মেঘে নাচবে ময়ূর শব্দে কেকা
মন বলবে শুধু তোমায় রাধা রাধা

অন্তরে রাখবো তোমায় মন্তর পড়িয়া
রাবণ যেন বান না মারে ভেদ না বুঝিয়া
প্রেম দেবো তোমায় পরিপাটি
বিছিয়ে শীতল পাটি
মনে দেবো বইবার ঠাঁই
হৃদয়ে খসে পড়লে একটি তারা
আমি বলবো তোমায় শুধু রাধা রাধা

প্রেমে পড়েছে আমার হৃদয়-কিশোর
তোমার প্রেমেতে তাই আমি বিভোর
হাতের তালুতে আমার চতুর ভ্রমর
কাঁটছে না মেয়ে তোমাকে দেখার ঘোর
পরানে বেঁধেছি তাই মাদুলী তাগা
মন বলল তুমি রাধা রাধা।

কবিতা : মন বলল তুমি রাধা রাধা
লেখক : অপূর্ব দাস