এবার আসলে মা তুই আমার ঘরে একটু দেখা দিস
আমি ভাল আছি মন্দ আছি কি না একটু খবর নিস
ও মা কালী একটু খবর নিস।

ঘরে আমার জ্বলছে প্রদীপ সলতে পুড়ে চাই
বরণ করবো তোমায় মাগো তেল যে ঘরে নাই
একটু আসিস কৃপা করে একটু দিস আশীষ।
এবার আসলে মা তুই আমার ঘরে একটু দেখা দিস
আমি ভাল আছি মন্দ আছি কি না একটু খবর নিস
ও মা কালী একটু খবর নিস।

সাধ ছিল যে করবো তোকে শাড়ি গহনায় বরণ
অভাব আমায় করে তারা তাই করি তোর স্মরণ
মন আছে মা পাইনা তবু তোর চরণের আশীষ।
এবার আসলে মা তুই আমার ঘরে একটু দেখা দিস
আমি ভাল আছি মন্দ আছি কি না একটু খবর নিস
ও মা কালী একটু খবর নিস।

পৃথিবীটা ঘোলক ধাঁধা চারদিকেতে শূন্য
বাঁচার জন্য মানুষ খোঁজে রুটি নয়তো অন্ন
অগ্নি জ্বলে চিতায় মাগো সব পুড়ে হয় ছাঁই
মন বলে মা তোর গলেতে মুন্ডমালা হয়ে যাই
দেহের অসুর মেরে আমার শুদ্ধ মানুষ করে দিস।

এবার আসলে মা তুই আমার ঘরে একটু দেখা দিস
আমি ভাল আছি মন্দ আছি কি না একটু খবর নিস
ও মা কালী একটু খবর নিস।