গল্পের খাতা বইয়ের পাতা কবিতাও নেই থেমে
ভালোবাসা রোগ ছড়ালো হৃদয়েতে নেমে
গোপনে গোপনে প্রবেশ করেছি দুজনে

হল আমার মরণব্যাধি দুরারোগ্য প্রেমে
হৃদয় নিয়ে ছুটছো তুমি বুকের মধ্যে দিয়ে
ভালোবাসা রোগ ছড়ালো হৃদয়েতে নেমে
গোপনে গোপনে প্রবেশ করেছি দুজনে

আয়না বলে মনখারাপ আজ পারলে বুঝে নিও
তোমায় আমি দেখতে চাই রোজ নিয়ম করে প্ৰিয়
রক্তে মাদক কাটছে না নেশা মোটে
মাতাল চোখ নিঃস্ব হল লাল লিপস্টিক ঠোঁটে
ভালোবাসা রোগ ছড়ালো হৃদয়েতে নেমে
গোপনে গোপনে প্রবেশ করেছি দুজনে


কবিতা : মাতাল চোখ
লেখক : অপূর্ব দাস