মাধুকরী মন আমার ঘুরে দ্বারে দ্বার
তুমি ফুলে মধু বন্ধু আমি ভ্রমর তার
ভিক্ষা চাইনা তৃণ ফুল হৃদয়ের কাছে
ভালোবেসো প্রতিদিন নয় মাসে মাসে।

অগ্নিতাপে জ্বলছে শিকল সূর্যে উষ্ণ জল
আমার কাছে তুমি বন্ধু দেহের মনোবল
কথার ছলে দেখি তোমায় আমি বারেবার।

পুস্প যেমন ঘ্রাণে ভরা তুমি তেমন মনে
সন্ধ্যার আনাগোনা রাত্রির প্রদীপ জানে
একটি তারা তুমি আমার দেহে চন্দ্রহার।

হৃদয়ে জোয়ার আসে প্রেমে ভাসে দুটি মন
তুমি ছাড়া ভিতর আমার শুধুই অচেতন
তৃষ্ণায় মরি আমি রেখে পাশে জলাধার।