লাগ ভেলকি লাগ সুন্দরীর চোখে মুখে লাগ
নাইচচা নাইচচা লাগ, দৌড়াইয়া দৌড়াইয়া লাগ, গলাগলি কইরা লাগ
যৌবনের ভাঁজে ভাঁজে, চোখের আনাচে কানাচে লাগ
লাগ ভেলকি লাগ।

যেখানে সে দাঁড়িয়ে হাসে চ্যাংরা চোখে নজর রাখে
আমারে সে চোখ মারে ছুঁ মন্তর দিয়া
তার হৃদয়ের ভিতর দিয়া গৈড়াইয়া গৈড়াইয়া গিয়া লাগ
সুন্দরীর চোখে মুখে লাগ
লাগ ভেলকি লাগ।

রূপের যে করে বড়াই
তারে কি আমি ডরাই
কাঁচা মরিচে এত ঝাল তারেও তো আমি খাই
সাপে ব্যাঙে খেলা করে মগজে মস্তিষ্কে
মন্ত্র শ্লোক যাদু বান বোধিল আমার পরান
কেমনে তারে তাড়াই
সারা শরীরে বিষের দাগ প্রেম আর অনুরাগ
মেঘলা চোখে ঘুরে বেড়ায় পদ্মিনী নাগ
লাগ ভেলকি লাগ সুন্দরীর চোখে মুখে লাগ
নাইচচা নাইচচা লাগ, দৌড়াইয়া দৌড়াইয়া লাগ, গলাগলি কইরা লাগ
যৌবনের ভাঁজে ভাঁজে,চোখের আনাচে কানাচে লাগ
লাগ ভেলকি লাগ।

সরল সুদে লাগ তাবিজে কবজে লাগ
বন্ধুকের নলায় বাঘ অফিস আদালতে রক্তের দাগ
আঙুলের চিপায় চাপায় লাগ
বেজির হাকে মুরগির ডাক
লাগ ভেলকি লাগ সুন্দরীর চোখে মুখে লাগ

তার দুই চোখে ফুর্তি প্রেমে বুক ভর্তি
নানান ফন্ধি নানান কীর্তি উগলাই ফেল রাগ
লাগ ভেলকি লাগ সুন্দরীর চোখে মুখে লাগ
নেংটা বাচ্চার দল দে জোরে হাততালি তুড়ি
না উঠবে আকাশে,না নামবে পাতালে
নারীর নাম ধরে বাতাসে উড়াইয়া দে ধূলি,
ভেঙে যাক মৌমাছির চাক
লাগ ভেলকি লাগ সুন্দরীর চোখে মুখে লাগ।