উৎসর্গ : কাকিমা শুভাষীকে
কৃষ্ণ নামের নামাবলী মাখছি আমার সারা গায়
কৃষ্ণ কৃষ্ণ বলে যেন আমার জীবন যায়
ও ভাই,কৃষ্ণ কৃষ্ণ বলে যেন আমার জীবন যায়।
সাদা চোখে দেখছি কালা
সাদা মানুষ কই
চল রাধাকৃষ্ণের যুগলরূপ
তুমি আমি হই
ভাবলে মনে পাই ভগবান
তবু ভবের মায়া ছাড়িনা।
কৃষ্ণ নামের নামাবলী মাখছি আমার সারা গায়
কৃষ্ণ কৃষ্ণ বলে যেন আমার জীবন যায়
ও ভাই,কৃষ্ণ কৃষ্ণ বলে যেন আমার জীবন যায়।
শ্যামের ছবি আছে মনে
শ্যাম যদি তা জানতো
আমার অঙ্গ রাধার মতো
তার সঙ্গে সঙ্গে রইতো
ভক্তের প্রেম বুঝে ভগবান
তুমি বুঝলা না।
কৃষ্ণ নামের নামাবলী মাখছি আমার সারা গায়
কৃষ্ণ কৃষ্ণ বলে যেন আমার জীবন যায়
ও ভাই,কৃষ্ণ কৃষ্ণ বলে যেন আমার জীবন যায়।
বুঝে করো জীবনযাপন
দম্ভ করো না
দেহের মধ্যে রই ভগবান
তুমি জানো না
মরলে পর কৃষ্ণ নাম ছাড়া
অন্য কিছু তোমার সঙ্গে যাবে না।
কৃষ্ণ নামের নামাবলী মাখছি আমার সারা গায়
কৃষ্ণ কৃষ্ণ বলে যেন আমার জীবন যায়
ও ভাই,কৃষ্ণ কৃষ্ণ বলে যেন আমার জীবন যায়।
কবিতা : কৃষ্ণ কৃষ্ণ বলে যেন আমার জীবন যায়
রচনায় : অপূর্ব দাস