চলে যাওয়া সহজ বন্ধু আমাকে ভুলে যাওয়া নয়
আমাকে ভুলতে গেলে ভুলে যাবে নিজের পরিচয়
সবকিছু ভুলা যায় কষ্ট আর মানুষ নয়
আমি মরে গেলেও বলবে তোমায় আমার পুরনো সময়।
স্বাদ হয় মনে মনে যদি ভুলে যাই দুজনেই
নিজেদের ভুলগুলি
তুমি সেটা মানবে কি, হৃদয়ের উঁকিঝুঁকি
একটি গোলাপে হোক দুজনের সমাধান
নয়তো বারুদের গুলি।
ভুলের পরেও যদি থাকে ভুল
সে ভুলে থাকি যদি আমিও
জেনো রেখো প্রিয়তমা আমার
ভালোবাসি তোমাকে এখনও।
হোক নতুন করে বুকের কাঁপন,
দ্বিধারা জড়োসড়ো হোক আবার
পুরোনো দিনের কথা মনে পরে যাক
খুলে যাক হৃদয়ের বন্ধ দুয়ার
দুজনই বুঝে যাবো বুকের ভার
কারটা বেশি ছিল তোমার না আমার।
জানালার গ্রিল ধরে ফুটে থাকা ফুল
ভোর রাতে ডাকে কেন আবোল তাবোল
বেদনার বুক ছিঁড়ে একটি গোলাপ
বলছে তোমায় আজও কবুল কবুল।