কিতাবে কেউ লেইখা রাইখো
পড়বে মানুষ ঈশ্বর বিধাতা
দিনমজুর কৃষক মুচি হলেও
সে আমার জন্মদাতা পিতা।
‘পিতা স্বর্গ পিতা ধর্ম
পিতাহী পরমং তপঃ।
পিতরী প্রিতিমাপন্নে
প্রিয়ন্তে সর্ব দেবতা।’
হাড় মাংস রক্ত মজ্জা বুকের কলিজা
সব কিছুতেই আছে আমার পিতার নাম লিখা
বাবা আমার হৃদপিন্ডের ধিকিধিকি দম
সারাজীবন সেবা করলেও হবে তাতে কম।
বাবা জীবনভর মাথায় রাখে ছুঁইতে দেয়না মাটি
বুকের কষ্ট লুকিয়ে রাখে ভেজে না চোখ দুটি
পৃথিবীর বাবারা সব এমনই হয়
নিজের স্বপ্ন বিক্রি করে আনে সন্তানের জয়
তাও বলে না মুখে বাবা সন্তান তার প্ৰিয় কতোটা।
বাবা আমার মাথার ছাতা বটবৃক্ষের বাড়ি
তার কাঁধেই পা রেখে আমি স্বপ্ন আকাশ ধরি
লাটিম ঘুড়ি বই খাতা বায়না খেলনা কড়ি
হাসিমুখে বাবা বলে এত্তসব কি করবি
না কভু বলে না সে বলে শুধু আচ্ছা
বাবার কাছে আজও আমি ছোট্ট খোকা বাচ্চা।
এখন আমি ছুঁতে পারি অনেক কিছু
আগুন মাটি জল
বাবার কাছে পেয়েছিলাম শিক্ষা সাহস মনোবল
বাবা নেই এখন আমি নীড়হারা পাখি
দুঃখে কষ্টে তার স্মৃতিটা বুকে নিয়ে আছি ।
আবার যদি ধরতে পেতাম বাবা তোমার দুটো হাত
করতাম না তোমার কাছে কোনো বায়না অজুহাত
তুমি থাকা মানে আমার হয়না জগৎ ভাগ
ভালোবাসি বাবা তোমায়, ভালোবাসি তোমার মুখে একটু শাসন রাগ।