কি জীবন দিলা সাঁই
দম গেলেই মানুষ নাই
মায় আমার চাইয়া থাকে
কোন কথা কয় নারে
মনের কষ্ট কার কাছে শুধাই।

ঘর পুড়িলে থাকা যায়
জঙ্গলে নয় গাছ তলায়
মা মরিলে শূন্য ঘরে
কে দেখিবে আমায় ( রে)।

ছাইড়া যাবি জীবন রে তুই
আমারে কেন বলিস নাই
আমি তো মার পাশেই ছিলাম
গভীর ঘুমে ঘুমাই নাই (রে)
গভীর ঘুমে ঘুমাই নাই।

থালার ভাত পরে থাকে
মায় আমার খায় নারে
অন্তরে কামড়ায় ব্যথা
মনের কষ্ট কারে জানাই।

নসিবে কি লিখছো সাঁই
বাবার পড়ে মাও নাই
চাঁদের আলো নিবে গেলো
আঁধার ঘরে আমি ঘুমাই।