এপার ওপার চরে বাড়ি
যাওয়া আসার মাঝে থাকি
নদী তোমার কোথায় বাড়ি
আমি খেয়া পারের মাঝি।

নদীর ঘাটে ভাঙে পাড়
বানের জলে এপার ওপার
অথৈ জলে পাইনা লগি
নৌকা বাই বৈঠা ধরি
আমি খেয়া পারের মাঝি।

নদীর পাশে মাছের বিল
ভরা রোইদে ডাকে চিল
চৈতের চর খাখা করে
নাভি জলেও ভাসাই তরী
আমি খেঁয়া পারের মাঝি।

ঝড় বৃষ্টি শীতের পাখি
কত রঙের মানুষ দেখি
উঠে নামে ঘাটে ঘাটে
চাঁদ প্রহরে বয়স মাপি
আমি খেয়া পারের মাঝি।