আগে তো জানি নাই এমন হবে বুঝি নাই
আসমান ফাইট্টা আসবে রোদ, আগুনের গোলা
বাজান কয় পানি কই জমি করে চড়চড়
বৃষ্টি নাই নদীত খরা এ কেমন হইলো ধরা
খোদা আমায় মাফ কইরা দেও শিন্নি দিমু ডেসকি ভইরা
পাপ কইরাচ্ছে দেশের মানুষ তবু কারো হয়না হুস
ফরমালিন খাইয়া কয় হাতির লেদা ইঁদুরের দোষ
জান বাঁচে না গরম তাপে শাক দিয়া কেউ মাছ ডাকে
ফ্যাক্টরির কালো ধোঁয়া ক্যামিকেলের ভারে
বাপের কাইল্লা চরের জমি মইরা গেছে গত বছরে।
এত কিছু মরে খোদা আমায় মারো না
জমি-জমা না করলে যে ভাত পামু না
একটু রহম কর খোদা বৃষ্টি নামাই দাও
পাপ পাপী তাপ উঠায় নিয়া নির্মল করে দাও
গোয়ালের গরু পোয়াতি হইছে ঘাস মিলে না
জমি নালা ফাইট্টা গেছে আগুনের গোলা
জান বাঁচে না মান বাঁচে না খামু কি দিয়া
বড় পুলা বিয়া করছে ধার দেনা কইরা
রোদের তাপে জমি মরে মানুষ মরে কই?
বৃষ্টি তুমি বিলাপ কর সবাই বাইচা রই।