ভুল করেছি দাঁড়ি কমা
ভুল করেছি অংকটা
ছোট্ট বেলার প্ৰিয় ছিল
স্যারের হাতে কানমলা।
কান ধরে দাঁড়িয়ে থেকে
পড়ে ছিলাম নামতা
দু চারটা বেতের বাড়ি
ফেল করিলে পরীক্ষা।
বাড়ির কাজের খাতাগুলো
কেজি দরে বেচতো মা
মনে পড়ে ছোটবেলার
গল্প ছড়া হৃদতা।
সাদা কালো ছবিটা আজ
মনে দিচ্ছে নাড়া
ছোট্ট বেলার প্ৰিয় ছিল
স্যারের কানমলা।
কালো বোর্ডে সাদা লিখা
লিখছিলো স্যার
হঠাৎ দেখি মারলো ছুড়ে
হাতের ডাস্টার
দুষ্টুমিটা বেশিই ছিল
ছিলেম আনমনা
পুরো স্কুল জানলো আমি
খেয়েছি কানমলা।
বই খাতা কলম নিয়ে
আর করি না হৈ চৈ
স্যারের হাতে কানমলাটা
হারিয়ে গেল কই?