কালো বলে কাঁদিস না বোন
কালোই সবচেয়ে দামি
আকাশ থেকে এনে দেবো তোকে
ঐ আস্ত চাঁদখানি!
আয়না হবে চাঁদের মুখ তুই হবি আসমানী
আলতা স্নো ফেইসপাউডার
কিনে দেবো তোকে দামি।
আকাশ জুড়ে একটাই চাঁদ
বেড়া ভেঙে বানাবো ফাঁদ
দিনের আলোয় রাঙা হবি তুই
রাতের জোস্নায় উন্মাদ।
কাঁদিস না আর একলা বসে
আয় চুল করে দিই বেনী
সাগর এত সুন্দর তবু দেখ
সবখানেই নোনা পানি।
দূরের চাঁদ দূরেই থাক
ভাঙিস না আর মন
ঐ চাঁদ হারিয়ে যাবে
লাগলে গ্রহণ।