কালারে ভুলাইয়া নিলা কি যাদু কি বাণে
রাধে গো....ও
কি মন্ত্র জপিলে পাবো তারে
কি মন্ত্র জপিলে পাবো তারে
রাধে গো....ও
কি মন্ত্র জপিলে পাবো তারে।
অষ্ট সখী মান করেছে এই না কথা শোনে
কৃষ্ণ শুধু মনে মনে রাধা রাধা বলে
ছলনা করেছো তুমি সখিগণ সনে
রাধে গো.... ও
কি মন্ত্র জপিলে পাবো তারে
কালারে ভুলাইয়া নিলা কি যাদু কি বাণে
রাধে গো....ও
কি মন্ত্র জপিলে পাবো তারে
কি মন্ত্র জপিলে পাবো তারে
রাধে গো.... ও
কি মন্ত্র জপিলে পাবো তারে।
ফুলের গন্ধে পাখি মাতাল বসন্ত কালে
রাধা ছাড়া কৃষ্ণ নাম জপে না কেউ গলে
তুলসী জল তিলক মালা পড়েছি যে গলে
রাধে গো.... ও
কি মন্ত্র জপিলে পাবো তারে
কালারে ভুলাইয়া নিলা কি যাদু কি বাণে
রাধে গো....ও
কি মন্ত্র জপিলে পাবো তারে
কি মন্ত্র জপিলে পাবো তারে
রাধে গো....ও
কি মন্ত্র জপিলে পাবো তারে।
অঙ্গে অঙ্গে জপি নাম তৃষ্ণা নাহি মিটে
কৃষ্ণ নামে এত মধু জানি নাই ক্যান আগে
বৃথায় যাবে জীবন বুঝি শ্যাম কালিয়া বিনে
রাধে গো.... ও
কি মন্ত্র জপিলে পাবো তারে
কালারে ভুলাইয়া নিলা কি যাদু কি বাণে
রাধে গো....ও
কি মন্ত্র জপিলে পাবো তারে
কি মন্ত্র জপিলে পাবো তারে
রাধে গো....ও
কি মন্ত্র জপিলে পাবো তারে।
কালারে ভুলাইয়া নিলা কি যাদু কি বাণে
রাধে গো....ও
কি মন্ত্র জপিলে পাবো তারে
কি মন্ত্র জপিলে পাবো তারে
রাধে গো....ও
কি মন্ত্র জপিলে পাবো তারে।