না জানি যোগী তোমার
দেহ মন আদি
ভাসাইলা জলে চাঁদ
না ধরিতে পারি
পরাণ হইতে তাড়াই দিলা
প্রিয়তম প্রাণ
নয়ন জলে খুঁজি তারে
দেহের ছায়ায় আসমান
শয়নে না আসে ঘুম
শুধাই কার সঙ্গে
প্রাণ বিনে কি প্রাণনাথ
থাকিবে এ অঙ্গে
বৃক্ষের ঝরে পত্র পল্লব
আমার হয় অঙ্গহানি
একদিকে যেমন প্রাণ আমার
আরেকদিকে দেহখানি
না বুঝি যোগী তোমার
দেহ মন আদি
আকাশে দেখাইলা চাঁদ
মাটিতে বদনখানি।
কবিতা : যোগী ও চাঁদ বদন
লেখক : অপূর্ব দাস