এ কেমন সিরামিক প্লেট থালার মতো ক্ষুধার্ত পৃথিবী
ঝুটা বাসি পঁচা খাবার খেয়ে বেঁচে থাকি আমি।
কারো নেই ঘরে সুষম খাবার ভিক্ষায় পাতে হাত
আর্সনিক জল খেয়ে কেউ নির্ঘুম কাটায় রাত।
এক মুঠো ভাতের জন্য নাজমা খুলে দেয় শাড়ি
মাছির ঠোঁটে গুড়ের গন্ধ চেটেপুটে খায় নারী।
ওরাই তো বলে,ঈশ্বর থাকে না
নোংরা দুর্গন্ধ শরীরে
পিয়ারী বান্দা খাবার খায় কেন বসে
রাস্তায় ডাস্টবিনে?
পঁচা মাংস পোলাও খায় কাক কুকুর
বৃদ্ধা ঘুরে দ্বারে দ্বারে
রক্ত বিকোয় কেজি দরে চাকরি অফিস হাট বাজারে।
অনাহারে যায় দিন রঙিন স্বপ্নের ছবি এঁকে
অবাক হয়ে যায় মানুষ ডাস্টবিন ভরা খাবার দেখে।
এক মুঠো ভাত করো না অপচয়
রেখে দিও পাশের থালায়
পাখি পিঁপড়া নয়তো ক্ষুধার্ত মানুষ
খাবে পেটের জ্বালায়।
বেঁচে যাওয়া খাবারগুলো রেখে দিও কোথাও বিছিয়ে থালা
তোমার ঝুটা বাসি ডাল ভাত খেয়ে বাঁচুক
হাড্ডিসার মানুষগুলো একবেলা।