ঝরা পাতা গো যেও না চলে অবেলায়
যেও না চলে অবেলায়
এখনো বসন্ত রয়েছে বাকি
প্রেয়সীর ঠোঁটের কাঁপন
মাধবীর ভেঙো না মন
ঝরা পাতা গো যেও না চলে এখন।
কাব্যের কুসুম কলি মনেতে ফোটেনি আজি
অশ্রুজলে ভরেছে হিয়া
তোমার জন্য দুখি এই দুপুরের রোদ
প্রেয়সীও কয় নি কথা
যেও না চলে অবেলায়।
তুমি তো এখনো মিষ্টি কিশোরী বড়ই হওনি অভিমানী
ধূলোয় ঘাসে ঘাসে শিশির জমে হাসে
নয়নে এঁকেছো বসন্তখানি
যে জন জানে না হৃদয়ের বেদন
তারে বুঝানো বড় দায়
যেও না চলে অবেলায়।
বয়সের ভাঁজ মুখে স্পষ্ট কথন আমিও তো
ঝরবো ধূলায়
তোমার চোখে বর্ষার জল ঘুঙুর পড়েছে দু'পায়
বসন্ত এসেছে সেথায়
যেও না চলে অবেলায়।