কষ্টের ফলকে অভিজ্ঞতার স্পর্শ
মাধুর্যের ধ্যানে ডুবে যাবে কালিক প্রেমদেবী
আঁধারের অতলে
দূরের দৃশ্য হবে অদৃশ্য
প্রেমের সার্থক পদ প্রসবে শূন্য গর্ভে।
ঝুঁকে পড়ে যদি তোমার বুকে চাঁদের সৌন্দর্য
দিন রাত্রির ব্যাঘাত ঘটবে ধমনীর রক্তে
হবে না আর পূর্ণমুদ্রন যৌবনের প্রেম
ছাপা হয়ে থাকবে শুধু আঁধারে তোমার নাম
অবহেলা জায়গা করে নেবে সুদীর্ঘ স্মৃতির কপাট
এগোবে না রাধার হৃদয় সোপান
কৃষ্ণ যদি কেঁদে বলে হায়! ভগবান!
মার্জনা পাবে কি শব্দের বিকৃতি
নক্ষত্র আসে যদি নতমুখে?
তোমার অভাবে বেদনা ঠেকুক করাতে
ফুরায় যদি চোখের চাওয়া
ভালোবাসার বিকাশ তবু ঘটবে
উপলব্ধির ছাঁচে
যেতে চাও, যাও
সঞ্চিত প্রেম, বঞ্চিত হোক
উল্টে পাল্টে সাঁতার কাটুক
বুকে বেদনা
বুঝে নেব
হৃদয়ের সর্বনাশ অনিবার্য।
কবিতা : যেতে চাও, যাও
লেখক : অপূর্ব দাস