যে ফুলে আগুন নেই ফাগুন আছে
যে ফুলে বেদনা নেই প্রেম আছে
যে ফুলে আঘাত নেই সোহাগ আছে
যে ফুলে রক্ত নেই আঙ্গুলি আছে

যে ফুলে হিম নেই আলিঙ্গন আছে
যে ফুলে কাঁটা নেই কবিতা আছে
যে ফুলে বারুদ নেই ভালোবাসা আছে
যে ফুলে ছত্রাক নেই বৃষ্টি আছে

যে ফুলে বজ্র নেই সূর্য আছে
যে ফুলে রাগ নেই অনুরাগ আছে
যে ফুলে হিংসা নেই প্রেম আছে
যে ফুলে দ্বন্দ্ব নেই গন্ধ আছে

যে ফুলে ব্যথা নেই ব্যাকুলতা আছে
যে ফুলে দম্ভ নেই সরলতা আছে
যে ফুলে মৃত্যু নেই মাদকতা আছে
যে ফুলে লাজ নেই সাজ আছে


যে ফুলে বিষ নেই অমৃত আছে
যে ফুলে কলঙ্ক নেই কল্লোল আছে
যে ফুলে অনাদর নেই দরদ আছে
যে ফুলে দহন নেই শিশির আছে


যে ফুলে আছো তুমি
সে ফুলে আমি বাঁচি
গর্ভধারণ পরাগায়ন না হলেও
ঐচ্ছিক
তোমায় আমি ভালোবাসি এটাই সত্য সঠিক।