জাত গিয়েছে জাত গিয়েছে
জাত কিসে যায় ভগবান
সারাজীবন ছেড়ে হরিনাম
কালী নামই জপিলাম।
কেউ ভজে অনুকূল লোকনাথ
কেউবা ভজে জগৎবন্ধু রাম
মন বলে তুই কোথায় যাবি
কেউ বলে জপ হরিনাম।
জাতের দোহাই দিয়ে লোকে
উঁচু নিচু মানুষ কষে
একাদশী পারন পূজা
করে কেন আগে পিছে
ধর্ম জাতের বড়াই করে
কে গিয়েছে স্বর্গ পারে
ব্রম্মা বিষ্ণু শিব কৃষ্ণ তারা কোন জাতি
মরার পরেও ভিন্ন কর রীতি শ্রাদ্ধ পিন্ডি
বৈষ্ণব শৈব একই ধর্ম ভিন্ন কেন নিয়ম স্নান।