ঈশ্বর লিখছে চিঠি তোমার হৃদয়ে
////::::////::::////::::////::::////
তোমার হৃদয়কে বানিয়ে মাটির মূর্তি
আমি করছি নিশিদিন তার পূজা
এ বছর দশমী দেবোই প্রতিমা বুকে
বুকের বালুচরে বাড়ছে জল, তোমার তৃষ্ণা।
তুমি ভালোবেসে আসবে কাছে ঘুচবে মনের জ্বালা
পরান খেলবে প্রাণে পাগল পাগল খেলা
চাঁদের পাশে উড়ছে মেঘ, মেঘে বাঁধছে ভেলা
জলের জ্যোতি অঙ্গে মেখে দেখছি সাপলুডু খেলা
ঈশ্বর লিখছে চিঠি তোমার হৃদয়ে
আমি জানি তার বেদ বেদান্ত ঠিকানা
বাড়ছে বাড়ুক প্রেম হৃদয়ে আমার
উপচে পড়ুক তোমারও হৃদয় আঙিনা।
এ বছর দশমী দেবোই প্রতিমা বুকে
তোমার না কথা আর থামাতে পারবে না আমাকে
ঈশ্বর বুজুক দেহেরও তো একটা বয়স থাকে!
কবিতা : ঈশ্বর লিখছে চিঠি তোমার হৃদয়ে
লেখক : অপূর্ব দাস