অমন করে তাকিয়ো না সুন্দরী
মনে জ্বলছে তোমায় দেখার আগুন
ফাগুনে ফুল ফোটবে কি না জানি না
হৃদয়ে প্রেম জাগিয়ে তুলছে দ্বিগুন।

তোমার জন্য আমার ভেতর বাহির
জোস্না পুড়ে ছাই
মনের ঘরে প্রেম ঢুকেছে
ভালোবেসে পুষতে আমি চাই।

তোমারে পাই কতটুকু নিঃশ্বাসে
উষ্ঠ অধর জানে
অমন সুন্দর হতে নেই
যা হৃদয়ের সর্বনাশ আনে।

কেউ পারেনি খুঁজে দিতে তোমায়
আকাশ নদী বৃষ্টি
হৃদয়কে বলেছি জ্বলে পুড়ে যাও,
আর কটা দিন আগেও তো বলতে পারতি
জ্বলন্ত কয়লার আগুনে পুড়া তার সিঁথি।

কবিতা :হৃদয়কে বলেছি জ্বলে পুড়ে যাও
লেখক : অপূর্ব দাস