তোমার এলোচুলে প্রসারিত অন্ধকার
অনুরাগে ফুটল কুসুম সন্ধ্যার
হেঁয়ালি মনে ফুটেছে অর্কিড
আমাকে স্বপ্ন দেখায় তোমার অতীত।
আঙুলে ছুঁবো না তোমায় ছুঁয়েছি দহন
যেটুকু জ্বলছে আগুন তোমার কারণ
পদ্মজাগা বিলের জলে স্বপ্ন পুড়ে ছাই
ঘরপোড়া মনরে আমার কি দিয়ে বুঝাই
আলতার রাঙা জলে ডুবলো পিরিত
হেঁয়ালি মনে ফুটেছে অর্কিড
আমাকে স্বপ্ন দেখায় তোমার অতীত।
সূর্যডোবা জলের কাছে রঙ চেয়েছি লাল
চিকন রোদে তোমার ঠোঁটে জেগেছে সকাল
মুছতে গিয়ে চোখের নেশা দাগ কেটেছে মনে
তোমায় দেখার তৃষ্ণাটুকু প্রেমের অনুরাগে
ঘুমোক সূর্য আজ আমি আগুনে পুড়ি
ফিরবে না সুতোয় কাঁটা ভোকাট্টা ঘুড়ি
হৃদয় ভাঙলে দেখি সরু কাঁচের গুঁড়ো
চোখের আরশিতে তোমার উত্তর দিও
খুঁজে নেব তোমার মনের এপার ওপার
এ হৃদয়ে ফুল নয় তোমাকে বেশি দরকার।
কবিতা :হেঁয়ালি মনে ফুটেছে অর্কিড
লেখক : অপূর্ব দাস