তুমি আমি সূর্য দেখি একই
সন্ধ্যায় অস্ত সকালে উদয়, নয়কি?
চিতায় তুমি পুড়ো আমিও পুড়ি সমান
লাকড়ি শুলা আম্রপল্লব আগুন ধূপ ঘি,
লাগেনা গন্ধ সাবান আতর ফুলদানি
শ্মশানে চিতায় ভস্ম হই তুমি আমি দুই।

তোমার আমার দেবদেবী ঈশ্বর একই
পূজা কীর্তন বিয়ে জন্মদিন রীতি
দূর্গা শিব ব্রম্মা বিষ্ণু চরণে একই প্রণতি
মুদ্রা নৈবদ্য ওঁম নমস্কার নক্ষত্র তিথি।
পার্থক্য কোথায় খুঁজো মানুষে না মননে?
কোন ধর্ম পেয়েছিলে তুমি জন্মের আগে?
গোত্র সূত্র জাত নাকি মানুষ হয়েছো আগে?
জানো তো সুহৃদ,
হাতের মুদ্রা বদল হলেই ঈশ্বর থেকে আল্লাহ মেলে।

অগ্নি বায়ু জল মাটি আকাশ
সবাই কেন একই নামে ডাকে?
ঘুমিয়ে গেলে রাতের নিশি কি
স্বপ্নে দেখায় গত যুগ, আগামী পৃথিবী?
মানুষ করে  ভিন্ন তাকে একই ঈশ্বর অন্য নামে
হাতের মুদ্রা বদল হলেই আল্লাহ থেকে ঈশ্বর মেলে।

রক্ত চামড়া অস্তিমজ্জা হাড় মাংস আঁখি
মানুষ গঠনে ভিন্ন হলেও নাম কি হয় অন্যটি?
পুষ্টি কি বিকয় ধর্ম বুঝে, নাকি পুষ্টি আপাদমস্তক প্রকৃতি ও মানুষ খুঁজে?
সমাজ, সময়, নগর বিলীন হলে পরে
ধর্ম ও মানুষ আসে যুগেযুগে ফিরেফিরে
তারপর,
হাতের মুদ্রা বদল হলেই ঈশ্বর থেকে আল্লাহ মেলে।
ধর্ম কখনো মানুষ হলে, তোমরা জাগিয়ে দিয়ো আমায় ঘুমিয়ে গেলে।