কেউ টুপি কেউ তিলক গলে
বেশভূষাতে মানুষ চলে
হাতের মুদ্রা বদল হলেই
ঈশ্বর থেকে আল্লাহ মেলে
মানুষ মরে ধর্মের কলে।
মানব জন্ম একই তালে মাতৃগর্ভ জন্ম জঠরে
মরার পরে তুমি চিতায় আমি কেন যাই কবরে?
সেই হিসাব মিলায় যারা তারা থাকে উত্তর পশ্চিমে
কে পাপী কে পুণ্যবান হিসাব নেবার তুমি কে?
যারে আমি হিসাব দেবো সে থাকে মোর অন্তরে
গাভীর দুধ সবই সাদা ভিন্ন তবু রঙ গতরে
তীর্থ পূজা হজ করেও মনের কালি গেল না রে
সত্যিই কি ফাঁড়া কাটে ভোগ শিন্নি তবারক দিলে?
অপূর্ব কয় খাঁটি কথা প্রভু তোমায় ডাকি বিপদ হলে